Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফতুল্লায় এসি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২২, ০৪:১৩ পিএম


ফতুল্লায় এসি বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জ ফতুল্লায় এসি বিস্ফোরণ হয়ে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ তিনশত শষ্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার চৌধুরী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চৌধুরী বাড়ীর এস এ শামীম চৌধুরীর ফ্লাটে এসি বিস্ফোরণ হয়ে এস এ শামীম তার ছেলে বাবন (২৮), শামীমের দুই নাতি সহ আরও একজন দগ্ধ হয়।

ঘটনার বিষয়ে ওই এলাকার বাসিন্দা রুহুল আমিন জানায়, এস এ শামীমের ঘরের ভেতরে তার গানের স্টিডিও। সেখানে গান ও বিডিও রেকডিং এর কাজ চলতো। ঔই রুম থেকে হঠাৎ করে বিস্ফোরণের শব্দ হয়।

ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখি এস এ শামীম তার ছেলে ও দুই নাতিসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!