Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২২, ০৫:২৫ পিএম


ফুলপুরে চাচার হাতে ভাতিজা খুন

ময়মনসিংহের ফুলপুরে কৃষি জমিতে বেড়া দেয়া নিয়ে চাচার হামলায় নুরুল ইসলাম পাঠান নামে এক ভাতিজা খুন হয়েছেন।

সোমবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বনোয়াকান্দা গ্রামের নুরুল ইসলাম (৬০) ফসল রক্ষার জন্য তার কৃষি জমিতে বেড়া দেন। এতে যাতায়াত সমস্যায় চাচা আজমান আলী পাঠান ও তার ছেলে মন্জুরুল হক পাঠান এসে বাধা দেন। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে চাচা আজমান আলী পাঠান ও তার লোকজনের হামলায় নুরুল ইসলাম ও তার পুত্র মারুফ পাঠান মারাত্মকভাবে আহত হন। পরে আহতদের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কেএস

Link copied!