Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাটিরাঙ্গাতে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২২, ০৭:২৪ পিএম


মাটিরাঙ্গাতে বঙ্গবন্ধু পাঠাগার উদ্বোধন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় এসময়
ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি বাসন্তী চাকমা, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌর  মেয়র নির্মলেন্দু চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মো: শামছুল হক।

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বই ক্রয়ের জন্য দুই লাখ টাকা অনুদান ঘোষনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি বলেন, এ পাঠাগারে বই পড়ে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে সঠিক দারনা পাবে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন শেষে মাটিরাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈশিং এমপি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের  চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো:মুজিবুল আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুন উর রশীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার, সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়ে অব্যাহত উন্নয়নের মাধ্যমে পাহাড়-সমতলে সমউন্নয়ন নিশ্চিত করা হয়েছে। পাহাড় এখন আর পিছিয়েপড়া জনপদ নয়। পাহাড়ের পর্যটন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

কেএস 

Link copied!