Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমোহনে ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২২, ০৩:০৬ পিএম


লালমোহনে ইউনিয়ন কৃষকলীগের কমিটি ঘোষণা

ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) শাখার বাংলাদেশ কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জুয়েল হাওলাদারকে সভাপতি, মো. টিটু মেলকারকে সাধারণ সম্পাদক ও মো. মনির মৃধাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোখলেস বকশি ও সাধারণ সম্পাদক শাহীন আলম মাকসুদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবানকরণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতের লক্ষ ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের হাতকে শক্তিশালী করার লক্ষে এ কমিটি ঘোষণা করা হয়েছে। 
একইসাথে আগামী ১৪ দিনের মধ্যে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কৃষকলীগের নিকট তথ্য জমা দিতে নবগঠিত এ কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।

এদিকে বাংলাদেশ কৃষকলীগের কমিটি ঘোষণা করায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনসহ সংগঠনটির উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।

এসএম

Link copied!