কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৬ পিএম
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৬ পিএম
চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধ মা বাবাকে মারধর করার অভিযোগ উঠেছে পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ পুত্র ও পুত্রবধুকে আটক করেছে। আহত মা-বাবাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধ হাজী সাহেব আলীর স্ত্রী মঞ্জুমা বেগমের সাথে পুত্রবধু মায়ানুর বেগমের বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে ছেলে জাকির হোসেন তার বাবা হাজী সাহেব আলী ও তার মা মঞ্জুমা বেগমকে বেধরক মারধর করে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে পুলিশ জাকির হোসেন ও তার স্ত্রী মায়ানুর বেগমকে আটক করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই অমানবিক। আটক জাকির ও তার স্ত্রী মায়ানুরকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কেএস