জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৯ পিএম
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৯ পিএম
নীলফামারীর জলঢাকায় কোন প্রকার অনুমতি ছাড়াই গভীর রাতে সরকারি একটি ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ উঠেছে আইয়ুব আলী নামে ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনার ৪ দিন পর উপজেলা বন বিভাগের কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়,গত ৩ অক্টোবর দিবাগত রাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের ময়নার বাজার এলাকায় বাড়ির সাথে রেকর্ডকৃত রাস্তায় থাকা আনুমানিক ১২ হাজার টাকা মুল্যের একটি ইউক্যালিপ্টাস গাছ কেটে ফেলেন দক্ষিন নেকবক্ত ময়নার বাজার এলাকার ওসমান গনির ছেলে আইয়ুব আলী।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের স্বাক্ষীর পরিপ্রেক্ষিতে আইয়ুব আলী ও তার ছেলে ফেরদৌস হেসেনের নাম উল্লেখ করে সোমবার (৭ অক্টোবর) রাতে অবৈধভাবে সরকারি গাছ কাটার অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরী বলেন, ‘দুই জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছি, পুলিশ তদন্ত করে গাছ উদ্বার করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।’
কেএস