Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

পার্বত্যাঞ্চলপ্রতিনিধি

পার্বত্যাঞ্চলপ্রতিনিধি

নভেম্বর ৮, ২০২২, ০৫:২১ পিএম


আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে খাগড়াছড়িতে পতাকা টাঙাতে গিয়ে আর্জেন্টিনা দলের সমর্থক দীপেন ত্রিপুরা (১৯) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দীপেন ত্রিপুরা ওই এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে এবং খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীপেন ত্রিপুরা বাঁশে আর্জেটিনার পতাকা লাগিয়ে গাছে বাঁধতে উঠে। কিন্তু বাঁশটি কাঁচা হওয়ায় বিদ্যুৎ প্রবাহিত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গাছ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে।

এসএম

Link copied!