Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমনিরহাটে ২ বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয় বাহিনী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২২, ১০:৩৫ এএম


লালমনিরহাটে ২ বাংলাদেশিকে হত্যা করলো ভারতীয় বাহিনী

লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গরু পারাপার করতে সীমান্তে যাওয়ায় বিএসএফ তাদের গুলি করে।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি এলাকার সানোয়ার হোসেনের ছেলে ওয়াস কুরুনী (৩২) এবং একই ইউনিয়নের ঝাড়িরঝাড় এলাকার সাদেক আলীর ছেলে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক (৩০)।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম তৌহিদুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ‘ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি রাখাল লোহাকুচি সীমান্তের ৯২১/২২নং পিলার এলাকায় গরু পারাপার করতে যায়। সে সময় বিএসএফ গোপালপুর সেক্টরের ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। তাদের গুলিতে আনোয়ার হোসেন ওরফে আয়নাল হক এবং ওয়াস কুরুনী নামের দুই রাখালের মৃত্যু হয়। অন্য রাখালরা মৃতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।’

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোক্তারুল ইসলাম বলেন, ‘বিএসএফের গুলিতে নিহতদের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এআই 

Link copied!