Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বাকেরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২২, ০২:৪৭ পিএম


বাকেরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

‍‍`উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা  মহিলা ভাইস-চেয়ারম্যান তহমিনা বেগম মিনু, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মুছা ইবনে সাঈদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হোসেন হাওলাদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৬টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

কেএস

Link copied!