Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাউনিয়া প্রতিনিধি

কাউনিয়া প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২২, ০৩:২৩ পিএম


বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রংপুর নগরীর সাহেবগঞ্জে নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকালে রংপুর সিটির সাহেবগঞ্জ বটতলা এলাকায় একটি ইটভাটার নির্মানাধীন ভবনের ছাদ টালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম আবজার রহমান (৪২)। তিনি কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি জয়বাংলা বাজার এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, রংপুর সিটির সাহেবগঞ্জ বটতলা এলাকার দিনার ইটভাটায় একটি ভবনের ছাদ টালাইয়ের সময় বিদ্যুতের সাড়ে ছয় হাজার ভোল্টের তারে স্পর্শ হয়ে গুরুতর আহত হন আবজার। পরে তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হারাগাছ হাসপাতালের প্রধান কর্মকর্তা ডা. শাম্মি আক্তার জানান, আজ সকালে হাসপাতালে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই শ্রমিক মারা যায়।আমরা হারাগাছ থানা পুলিশকে অগত করেছি।  

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন বলে থানা পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কেএস 

Link copied!