Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে ছাত্রদলের প্রস্তুতি সভা

রাজবাড়ী (ফরিদপুর) প্রতিনিধি

রাজবাড়ী (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ৯, ২০২২, ০৮:৪৯ পিএম


রাজবাড়ীতে ছাত্রদলের প্রস্তুতি সভা

আগামী শনিবার (১২ নভেম্বর) ফরিদপুর বিভাগীয় বিএনপির গণসমাবেশ সফল করতে রাজবাড়ীতে ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা ও লিপলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকালে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের আয়োজনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক তন্নী মল্লিক।

জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ ক্রীড়া সম্পাদক রাধে শ্যাম বিশ্বাস রাজেস। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য কাজী আজাহার হোসেন। অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরজাদ হোসেন আজাদ, দেলেয়ার হোসেন, রাসেল শেখ, নূর ইসলাম, সোহেল রানা, আতিয়ার শিকদার আতিক, সদস্য হাসান, প্যারিস, রাকিবসহ জেলা ও উপজেলা পর্যায় ছাত্রদলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা শহরের প্রেসক্লাব এলাকায় সকল স্তরের মানুষের মাঝে লিপলেট বিতরণ করেন ছাত্রদল নেতারা।

বক্তারা বলেন, ফরিদপুরের সমাবেশ সফল ভাবে সম্পন্ন করা হবে। সমাবেশে রাজবাড়ী ছাত্রদল সর্বোচ্চ জমায়েত করবে। সকল বাঁধা উপেক্ষা করে তারা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। তবে তাদের শান্তিপূর্ণ ভাবে লিপলেট বিতরণ করতে দেয়া হয়নি। অল্প কয়েকটা দোকানে লিপলেট বিতরণের পর পুলিশ বাঁধা দিয়েছে। আমরা কি আমাদের অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবো না। এরপর থেকে সকল বাঁধা উপেক্ষা করেই আন্দোলন করা হবে।

কেএস 

Link copied!