Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সরিষাবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০১:৩৫ পিএম


সরিষাবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা

“উদ্ভাবনী জয়োল্লাস, স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি মেলার ১২ টি ষ্টলের মধ্যে থেকে বিজয়ী ও অনান্যদের শুভেচ্ছা পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে পৌর সভার মেয়র মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বদরুল হাসান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।

কেএস 

Link copied!