Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহানন্দায় ডুবে জেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০১:৫২ পিএম


মহানন্দায় ডুবে জেলের মৃত্যু

মহানন্দায় মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে ডুবে গিয়ে শুকুদ্দী (৬৫) নামে ১ জেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের জামাদার পাড়ার মৃত আত্তাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১০ নভেম্ব) ভোর ৬ টার দিকে মহানন্দা নদীর বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারঘরিয়া প্রান্তে নদীতে প্রতিদিনের মত নৌকায় করে মাছ ধরতে যান শুকুদ্দী। এর কোনো এক সময় তিনি নদীতে পড়ে যান। এসময় মাছ ধরতে যাওয়া অন্য জেলেরা নৌকায় শুকুদ্দীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। না পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে জানায়। পরে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। এক পর্যায়ে সকাল ১০ টার দিকে  সেতুর নিচ থেকে শুকুদ্দীতে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএস 

Link copied!