Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০৩:১৯ পিএম


মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ‍‍` এ  প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনা মদনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা  প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ জামাল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃশাহনুর রহমান, এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন এতে বওব্য দেন, কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়াল, বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম, বীর মুক্তিযোদ্ধা ছদ্দু মিয়া, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান,সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ প্রভাষক গিয়াস মাহমুদ, মদন থানা অফিসার ইনচার্জ মোঃতাওহীদু ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদসহ উপজেলা বিভিন্ন দফতরের প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ডিজিটাল উদ্ভাবনী মেলার ০৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তর এতে অংশগ্রহণ করে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। এ মেলা ২২টির স্টল অংশগ্রহণ করে। মেলা শেষে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

কেএস 

Link copied!