Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সরিষাবাড়ীতে দুইদিনে ফাঁসিতে ঝুলে ২ জনের আত্মহত‍্যা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০৪:০১ পিএম


সরিষাবাড়ীতে দুইদিনে ফাঁসিতে ঝুলে ২ জনের আত্মহত‍্যা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় দুই দিনে এক শিক্ষার্থী ও এক যুবকের ফাঁসিতে ঝোলানো লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুইজনই পরিবারের উপর অভিমান করে এ আত্মহত্যা করেছে বলে জানা যায়।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মুনছুর (২২) নামে এক যুবক। নিহত যুবক কুয়েত প্রবাসী আনিসুর রহমান রসুল এর একমাত্র ছেলে। অপরদিকে বুধবার সকালে হাছনা খাতুন নামে ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী উপজেলার বগারপাড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও  বগারপাড় গ্রামের হাছেন আলীর মেয়ে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএস 

Link copied!