Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

৩ দাবি নিয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন ইউসুফ

সফিউল আলম, কক্সবাজার

সফিউল আলম, কক্সবাজার

নভেম্বর ১০, ২০২২, ০৪:২৯ পিএম


৩ দাবি নিয়ে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমণ করবেন ইউসুফ

রাজবাড়ীর ইকবাল মন্ডল ইউসুফ নামের এক তরুণ ৩টি দাবির পক্ষে সচেতনতা বাড়াতে ৬৪ জেলায় পায়ে হাঁটা শুরু করেছেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বেলা ১১ টায় কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার থেকে এই হাঁটা শুরু করেছেন তিনি। ইকবাল মন্ডল ইউসুফ একজন শিক্ষার্থী ও রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার তোফাদিয়া গ্রামের দেলবর মন্ডলের ছেলে।

ইউসুফ জানান, মাদকের ভয়াবহতা থেকে রক্ষা, রক্তদানে উৎসাহ ও পরিবেশের বন্ধু গাছ কাটা থেকে বিরত রাখতে পায়ে হেঁটে ৫৫ দিনে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করবেন। কক্সবাজারের থেকে হাঁটা শুরুর পর আগামী ৫ জানুয়ারি নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছবেন। প্রতিদিন গড়ে ১০ ঘণ্টা হাঁটবেন ইউসুফ। এর আগে ২৪ ঘণ্টায় খুলনা থেকে রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১৩০ কিলোমিটার ও ১৪ ঘণ্টায় ঢাকা থেকে রাজবাড়ীতে হেঁটে আসেন ইউসুফ। এছাড়া নিজেকে ফিট রাখতে দিনে ৩০ কিলোমিটার হাঁটেন বলেও জানান এই যুবক।

তিনি জানান, ৩ দাবিতে সচেতনতা সৃষ্টিতে পায়ে হেঁটে ৬৪ জেলা ভ্রমনের উদ্যোগ নেন। কক্সবাজার হয়ে প্রথমে বান্দারবন, রাঙামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলা হয়ে সারাদেশ ভ্রমন করবেন।

কেএস 

Link copied!