Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০৫:০৩ পিএম


ভালুকায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ময়মনসিংহের ভালুকায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন, ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ পিপিএম, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল প্রমূখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি গতিশীল করার লক্ষ্যে দিন নির্দেশনামূলক আলোচনা করা হয়।

কেএস 

Link copied!