Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে সাজাপ্রাপ্ত ২ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২২, ০৫:১৭ পিএম


মাদারীপুরে সাজাপ্রাপ্ত ২ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে সাজাপ্রাপ্ত পলাতক দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার হৃদয়নন্দী ও দিঘলিয়া কাশিমপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামি লাকী বেগম (২৮) রাজৈর পৌরসভার ২নং ওয়ার্ডের হৃদয়নন্দী এলাকার নুর হোসেন ফকিরের মেয়ে ও রানা ভাঙ্গি (২৮) উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দিঘলিয়া কাশিমপুর গ্রামের ইউসুফ ভাঙ্গির ছেলে।

রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান জানান, ২০১৭ সালে লাকী বেগমকে ৫৫ পিচ ও রানাকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে মাদক মামলা দেয়া হয়। পরে তারা জেল হাজত থেকে জামিনে এসে পলাতক হয়। সে মামলায় আদালত লাকীকে ৪ বছর ও রানাকে ৫ বছর কারাদণ্ড সাজা দেন। এরপর থানায় ওয়ারেন্ট আসলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এএসআই মিজানুর রহমান ও এএসআই আবুল হোসেন তাদের গ্রেপ্তার করতে সক্ষম হন।

কেএস 

Link copied!