নভেম্বর ১২, ২০২২, ১২:০০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক দাম প্রায় সাড়ে চার কোটি টাকা।
চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের window 4J সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
শনিবার (১২ নভেম্বর) শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীর আসনের নিচ থেকে আজ সকাল সাড়ে ৮টায় বারগুলো উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের দাম প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
বশীর আহম্মেদ জানান, এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দ করা স্বর্ণ নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে জমা করার প্রক্রিয়া চলছে।
এআই