Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫,

ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২২, ০২:৫২ পিএম


ডাকাতের হামলায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে দিন দুপুরে স্বর্ণ দোকান ডাকাতির ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী অর্জুন চন্দ্র ভাদুড়ীকে (৫২) মারা গেছেন।

শুক্রবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে চট্টগ্রামের ইম্পিরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩০ অক্টোবর সোনাগাজী উপজেলার জমাদার বাজারে বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে দুর্বৃত্তরা অর্জুন ভাদুড়ীর স্বর্ণ দোকান লুট করে প্রায় কোটি টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

এ সময় হামলাকারীরা অর্জুনকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে যায়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং ডাকাতদের ছোঁড়া হাত বোমার আঘাতে আহত শহীদুল ইসলাম (৫৫) নামে স্থানীয় এক বাসিন্দাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অর্জুন বাদুড়ীর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম থেকে রাজধানীতে এনে মাথায় জটিল অপারেশন শেষে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে আবার চট্টগ্রামে নেয়া হয়।

ফেনী জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাচ্চু পরিবারের উদ্বৃতি দিয়ে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম ইম্পিরিয়াল হাসপাতালে চিকিৎসকরা লাইফসাপোর্ট খুলে অর্জুন ভাদুড়ীকে মৃত ঘোষণা করেন।

কেএস 

Link copied!