Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২২, ০৩:৪১ পিএম


হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সীতাকুন্ড থানাধীন উত্তর মছজিদ্দাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে হতে আসামি ছৈয়দ হোসেন (৪৫), পিং- আবুল হোসেন, সাং- পল্লমপাড়া, থানা-টেকনাফ, জেলা কক্সবাজার এর নিকট হতে পলিথিন মোড়ানো অবস্থায় ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  

হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

কেএস 

Link copied!