Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২২, ০৬:৩২ পিএম


মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত

মাদারীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম, সিভিল সার্জন মো. মুনীর আহমদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, মো. ফয়সাল আল মামুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কে এম আলমগীর হোসাইন, অভিজিৎ চৌধুরী, মো. সাজিদ উল হাসান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমদাদুল হক খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হাওলাদার, পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান সিং।

এ ছাড়াও পি.বি.আই প্রতিনিধি, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচ থানার ওসিসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জেলায় দ্রুত মামলা নিষ্পত্তির লক্ষে সকলে যদি নিজ নিজ দায়িত্বে আরো আন্তরিকভাবে কাজ করেন তা হলে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে। এ জেলায় মামলার জট অনেক কমে যাবে।

কেএস 

Link copied!