Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বরিশালে রাজস্ব অংশীজনদের সাথে মতবিনিময় সভা

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

নভেম্বর ১৪, ২০২২, ০৩:২৩ পিএম


বরিশালে রাজস্ব অংশীজনদের সাথে মতবিনিময় সভা

বরিশালে রাজস্ব অংশীজনদের সাথে কর বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর বান্দ রোডের কর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশালের কর কমিশনার কাজী লতিফুর রহমান বলেন, সরকারী আইন অনুযায়ী সকল প্রতিষ্ঠান ও ব্যক্তিকে কর প্রদান করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে কর দিলে কর রেয়াত পাওয়া যায়। নিয়ম অমান্য করলে দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা রয়েছে। উন্নয়নের স্বার্থে কর প্রদানযোগ্য সবাইকে কর প্রদানের আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় বরিশালের বিভিন্ন সরকারী-বেসরকারী ও ব্যবসা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তারা যথাযথ নিয়ম মেনে কর দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার সকাল পর্যন্ত বরিশালে করদাতা সনাক্তকরণ নম্বর  (টিআইএন) গ্রহণ করেছেন ৩ লাখ ২১ হাজার ১০০ জন।

চলতি বছরে বরিশাল কর অঞ্চলে কর আদায়ের  লক্ষ্যমাত্রা ৭ শ’ ৫০ কোটি টাকা। অক্টোবর পর্যন্তকর আদায় হয়েছে ১ শ’ ৬৪.১৮ কোটি টাকা। পহেলা নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ৮ হাজার ৭৭৮ জন। এ পর্যন্ত মোট রিটার্ন দাখিল করেছেন ২৭ হাজার  ৫৬৮ জন। গত অর্থবছরে কর আদায় হয়েছিল ৬৪৩ কোটি টাকা।

কেএস 

Link copied!