Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

মোল্লাহাটে ৩ অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ ঘোষণা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২২, ০৫:১৬ পিএম


মোল্লাহাটে ৩ অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ ঘোষণা

মোল্লাহাটে সোমবার (১৪ নভেম্বর) ৩টি অবৈধ ডেন্টাল ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা গেছে, গত ৩০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দেওয়া একটি আবেদনে উল্লিখিত অভিযোগের সত্যতা পাওয়ায় উক্ত ক্লিনিক সমুহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়, খলিলুর রহমান কলেজ রোডে অবস্থিত মা ডেন্টাল কেয়ার, বাংলাদেশ ডিপ্লোমা ডেন্টোল সোসাইটি, খুলনার  সদস্য পরিচয়ে  অবৈধভাবে ডেন্টাল ক্লিনিক পরিচালনা করছে। উক্ত আবেদন পত্রটি উপজেলা নির্বাহী অফিসার বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবরে প্রেরণ করেন। সে প্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ উপজেলা সদরের ৬টি ডেন্টাল ক্লিনিকের কাগজ পত্র যাচাই বাছাই করে নূরজাহান ডেন্টাল ক্লিনিক, নাসিম ডেন্টাল ক্লিনিক ও আজম ডেন্টাল ক্লিনিককে বৈধ ঘোষণা করা হয় এবং মা ডেন্টাল ক্লিনিক, মাতৃ ডেন্টাল ক্লিনিক ও রিচি ডেন্টাল ক্লিনিককে অবৈধ ঘোষণা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ও পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে বলা হয়।  

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজা খাতুন স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলার সকল অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অচিরেই বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!