Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সারাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১৪, ২০২২, ০৬:১৭ পিএম


সারাদেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

সারাবিশ্বের মতো বাংলাদেশেও জনসচেতনতার লক্ষ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল- ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’। দিবসটির উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত পড়ুন-

টাঙ্গাইল প্রতিনিধি: “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকালে ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতির নেতৃত্বে ডায়াবেটিস হাসপাতাল থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরত্বপুর্ণ স্থান প্রদক্ষিণ করে এ দিবসটি পালন করে। এতে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির যুগ্ম সম্পাদক হাবিবুল্লাহ বাহার, ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডা. মো. এনামল হক, প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ। এছাড়াও দিন ব্যাপী কর্মসূচিতে অন্যান্য ডাক্তার, কর্মকর্তা কর্মচারী এবং ওষুধ প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে দিনব্যাপী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

কাউনিয়া প্রতিনিধি: ‍‍`আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়বেটিসকে  জানুন‍‍` এই প্রতিপাদ্য কে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় ডায়াবেটিক সমিতির  উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর ) সকালে উপজেলার জিন্নাহ চম্পা ফাউন্ডেশন চত্তরে কাউনিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া ডায়বেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ- চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর হোসেন, কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-কাউনিয়া ডায়বেটিক সমিতির আলোচক ডাঃ মাসুদার রহমান। এলাকার ডায়াবেটিক রোগীদের সেবা দিতে সমিতি ব্যাপক ভূমিকা রাখবে এবং একটি পুর্নাঙ্গ ডায়াবেটিক হাসপাতালে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে "গুড নেইবারস্ বাংলাদেশ", সখীপুর সিডিপি‍‍`র উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলার কালিয়ান পাড়া সিডিপি প্রাঙ্গণে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিডিপি ম্যানেজার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য দেন গুড নেইবারসে্র মেডিকেল অফিসার ডা মো. আরিফুল ইসলাম, হেলথ্ অফিসার বিদ্যুৎ চন্দ্র নাথ গজারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ মজিবর প্রমুখ। এসময় অর্ধশতাধিক মানুষের  ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: "আগামীতে নিজেকে সুরক্ষায়, ডায়াবেটিসকে জানুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। সোমবার সকালে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আবাসিক মেডিকেল অফিসার ডা:  দেবাশীষ রাজবংশীর নেতৃত্বে এ র‍্যালীটি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে হাসপাতালের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এসময় সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভায় ডায়াবেটিস সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও স্বাস্থ্য কমপ্লেক্সের নন কমিনিকেবল বিজিসি কর্ণারে ডায়াবেটিস আক্রান্তদের বিশেষ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সোমবার  সকালে সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালি বের হয়ে সরকারি কলেজ গেটে সমাপ্ত করেন ও স্বাস্থ্য সচেতনা বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার  রিপন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম রেজা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল, রুরাল হেলথ এন্ড ডাইবেটিস রিসার্চ সেন্টারের কো-অডিনেটর ডা. আহসান নবাব প্রমূখ। সেসময় প্রধান বক্তা বলেন, ডায়বেটিস জনিত কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বিশ্বে ৫ কোটি মানুষ ডায়বেটিসে আক্রান্ত। প্রতি ৮ সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছে। ডায়বেটিস প্রতিরোধে সুষম খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবনযাপন, শারীরিক পরিশ্রম ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: "আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন" এই শ্লোগানকে ধারন করে সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এরি ধারাবাহিকতায় সিরাজগঞ্জের বেলকুচি ডায়াবেটিক সেন্টারের আয়োজনে চলছে ফ্রি ডায়াবেটিস পরিক্ষা ও চিকিৎসা। সেই সাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সোমবার সকালে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বেলকুচি ডায়াবেটিক সেন্টার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কমিউনিটি হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে কেক কেটে দিবসের উদ্ভোধন করেন সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজের ডায়াবেটোলজিষ্ট এন্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ এ,বি,এম কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন-বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সুদীপ সরকার, ডা: আমিনুর রহমান রনি সহ বিভিন্ন চিকিৎসকগন। দিন ব্যাপী ডায়াবেটিসের ফ্রি পরিক্ষা ও চিকিৎসা প্রদান শুরু করেন এই সেন্টারে। এসময় আরও উপস্থিত ছিলেন-সহকারী মেডিক্যাল অফিসার রাকিবুল ইসলাম, সহকারী মেডিক্যাল অফিসার কুলসুম খাতুন, সিনিয়র স্টাফ নার্স লিপিআরা খাতুন, ল্যাব টেকনোলজিষ্ট শাহীন আহম্মেদ ও বরাত ইসলাম, শফিকুল ইসলাম, অজিত কুমার সরকারসহ বিভিন্ন কোম্পানির প্রতিনিধিগন। বক্তারা বলেন, নিয়মিত হাঁটা ও শারীরিক পরিশ্রমে ডায়াবেটিস মুক্ত থাকা যায়। সারাদিন কোনো কাজ না করে সকাল বেলা ২০ মিনিট হাঁটলে কিন্তু ডায়াবেটিস মুক্ত থাকা যাবে না। তাই নিয়ম মেনে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “আগামীতে নিজকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে সচেতনতামূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে একটি সচেতনামূলক র‍্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন-ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন-ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. কামরুজ্জামান নোবেল প্রমূখ। পরে হাসপাতালে কর্মরত অন্যান্য চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, কর্মকর্তা ও কর্মচারী সহ ডায়াবেটিস রোগীদের উপস্থিতিতে সচেতনতা মূলক ভিডিওচিত্র প্রদর্শন করানো হয়।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার সকালে ডায়াবেটিস হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস পরীক্ষা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি সাবেক মেয়র আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ-মোর্শেদ, ডায়াবেটিক সমিতির মহাসচিব ও কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, বিএম এর সভাপতি ডাঃ আলহাজ্ব নাসির উদ্দিন, ডাঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন-ডায়াবেটিক সমিতির সমন্বয়ক দুলাল বোস প্রমুখ। বক্তারা ডায়াবেটিস থেকে রক্ষায় সচেতন থাকার পাশাপাশি আগামী প্রজন্মকে রক্ষা করা আহ্বান জানান।

পীরগঞ্জ প্রতিনিধি: পীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পীরগঞ্জ স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ১০ টায় পীরগঞ্জ  ডায়াবেটিস হাসপাতাল হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান আয়োজন করে পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহরিয়ার নজির, উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, সাঃ সম্পাদক ও প্রতিষ্ঠাতা পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি, পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল, সঞ্চালনা বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ ফয়জুল ইসলাম, সাঃ সম্পাদক ও প্রতিষ্ঠাতা পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম।

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও স্বাস্থ্য সচেতনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে র‍্যালি বের হয়ে সরকারি কলেজ গেটে সমাপ্ত করেন ও স্বাস্থ্য সচেতনা বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  রিপন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম রেজা, স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল, রুরাল হেলথ এন্ড ডাইবেটিস রিসার্চ সেন্টারের কো-অডিনেটর ডা. আহসান নবাব প্রমূখ। সে সময় প্রধান বক্তা বলেন, ডায়বেটিস জনিত কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। বিশ্বে ৫ কোটি মানুষ ডায়বেটিসে আক্রান্ত। প্রতি ৮ সেকেন্ডে একজন মানুষ মারা যাচ্ছে। ডায়বেটিস প্রতিরোধে সুষম খাবার গ্রহণ, স্বাস্থ্যসম্মত জীবন যাপন, শারীরিক পরিশ্রম ও শরীর চর্চার উপর গুরুত্ব আরোপ করেন।

এআই

Link copied!