Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হত্যা আর গণপরিবহন বন্ধ করে জনরোষ ঠেকানো যাবে না

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২২, ০৬:৫৬ পিএম


হত্যা আর গণপরিবহন বন্ধ করে জনরোষ ঠেকানো যাবে না

পুলিশি বাঁধায় বাগেরহাটে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নূরে আলম তানু ভূইয়া হত্যার প্রতিবাদে শোক সভা ও বিক্ষোভ মিছিল করেছে জেলা সেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষায়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে শহরের পুরাতন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পিসি কলেজ রোড হয়ে সরুই সরকারি কবর স্থানে পৌঁছে নিহত তানুর কবর জিয়ারত করেন। 
বিএনপির সরুইস্থ কার্যালয়ে শোকসভা অনুষ্ঠানের কথা ছিল। সেখানে পুলিশ নেতা-কর্মীদের অবরুদ্ধ করে গেটে তালা লাগিয়ে দেয়। এখানে সন্ত্রাসীদের গুলিতে নিহত তানু ভুইয়ার কবর জিয়ারত শেষে ওই স্থানেই প্রতিবাদ সমাবেশ শুরু করেন।

এ সময়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রিয় সভাপতি আজিজুল বারী হেলাল। জাতীয়তা বাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মো: মুজিবুর রহমান, এ্যাডভাকেট শেখ অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাহিদুল ইসলাম শান্ত, সেচ্ছাসেবকদল নেতা আব্দুস সালাম জুয়েল প্রমূখ।

প্রতিবাদ সমাবেশে আজিজুল বারি হেলাল বলেন, বিভিন্ন জেলায় বিএনপির ৮ নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তানু ভূইয়াকে হত্যা করে আন্দোলন বন্ধ করাতে চেয়েছে। নেতা-কর্মীদের হত্যা করে, গণপরিবহন বন্দ করে গন সমাবেশ ঠেকাতে পারেনি তেমনি তানু ভূইয়াকে হত্যাকরে সরকারের পতন ঠেকানো যাবে না। অবিলম্বে তানুর হত্যাকারিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় জাতীয়তা বাদী শক্তি ও জিয়ার সৈনিকরা রাজপথে অবরুদ্ধ করবে। সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী প্রতিটি কর্মীর হত্যার বদলা নেয়া হবে।  

কেএস 

Link copied!