Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কক্সবাজারে সড়ক পরিদর্শনে সচিব আমিনুল্লাহ নূরী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৪, ২০২২, ০৭:০৪ পিএম


কক্সবাজারে সড়ক পরিদর্শনে সচিব আমিনুল্লাহ নূরী

কক্সবাজার সড়ক বিভাগের বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবি.এম আমিনুল্লাহ নূরী।

গত ১০ নভেম্বর থেকে ১২ নভেম্বর তিনি কক্সবাজার সড়ক বিভাগে বিভিন্ন কর্মকাণ্ড ঘুরে দেখেন।

এসময় সচিব বলেন, কক্সবাজারকে আদর্শ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সৌন্দর্য বর্ধনের কাজ করছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষ থেকে সড়ক বিভাগের সু-পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের জন্য বিশেষ ধন্যবাদ জানান এবং পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার সড়ক উন্নয়নের বিষয়ে  অনুরোধ জানানো হয়।

কক্সবাজার সড়ক বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ২ জন অতিরিক্ত সচিব, ৭ জন যুগ্ম সচিব, ৭জন উপ-সচিব এবং ২জন সিনিয়র সহকারী সচিব, কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম।

সভায় সড়ক বিভাগের পক্ষ হতে কক্সবাজারের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফীন, চট্টগ্রাম জোন ও সার্কেলের বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান এবং চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন।

কেএস 

Link copied!