Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

বোয়ালমারীতে (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে (ফরিদপুর) প্রতিনিধি

নভেম্বর ১৪, ২০২২, ০৭:৫২ পিএম


বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে নজর আলী বিশ্বাস (৩২) নামের এক রাজমিস্ত্রী শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ নভেম্বর) বেলা ৯টার দিকে উপজেলার রূপাপাত ইউনিয়নের সহস্রাইল-কালিনগর সড়কের তেঁতুলিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নসিমন চালকসহ আরো দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত নজর আলী বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রহমান বিশ্বাসের ছেলে।

থানা সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রাম থেকে সহস্রাইল-কালিনগর সড়ক হয়ে কালিনগর বাজার এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। ওই সড়কের তেঁতুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারি চালিত ভ্যানের সাথে মুখামুখি সংঘর্ষ এড়াতে গিয়ে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যায় শ্রমিক নজর আলী বিশ্বাস। এ ঘটনায় লিয়ন ও তারিকুল বিশ্বাস নামে আরো তিনজন আহত হয়। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হতাহতদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকাল অফিসার ডা. মাহমুদুর রহমান।

কেএস 
 

Link copied!