Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাজিবপুরে সচেতনতামূলক সভা

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২২, ১১:১৯ এএম


রাজিবপুরে সচেতনতামূলক সভা

কুড়িগ্রামের রাজিবপুরে বাল্য বিয়ে, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, অপহরণ, ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক সেবন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজিবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরও অতিথি হিসেএে সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, রাজিবপুর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যশিক্তবর্গ।

এ সময় স্কুলটির শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুড়িগ্রাম পুলিশ সুপার বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য তোমাদের নেতৃত্ব দিতে হবে। তোমাদের ভালোভাবে পড়াশোনা করে রাজিবপুরকে পরিবর্তনের মাধ্যমে আগামীতে এক সোনালী রাজিবপুর হিসেবে গড়ে তুলতে হবে, শুধু বাংলাদেশ নয়বিশ্বের বুকে জাতীয় পর্যায়ে যার যার অবস্থান গড়তে হবে।

আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে সম্প্রতি হয়ে যাওয়া পুলিশিং ডে প্রতিযোগিতায় বিজয়ী রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের চার জন শিক্ষার্থীকে পুরষ্কার বিতরণ করেন তিনি। পরে ভারত-বাংলা বর্ডার হাট পরিদর্শন করেন তিনি।

কেএস 

Link copied!