Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪,

সাভারে এসিল্যান্ডকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

শরিফ শেখ, সাভার

শরিফ শেখ, সাভার

নভেম্বর ১৫, ২০২২, ১১:৫৬ এএম


সাভারে এসিল্যান্ডকে ছিনতাইকারীর ছুরিকাঘাত

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক গুরুতর আহত হয়ে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৪ নভেম্বর) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সিঅ্যান্ডবি এলাকায় এই ঘটনা ঘটে।

এসিল্যান্ড আবু বকর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি সাভারের লাইভস্টক একাডেমিতে সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানায়, এসিল্যান্ড আবু বকর সিদ্দিক সাভার থেকে আসা গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এসময় পাঁচজন ছিনতাইকারী তাকে আক্রমণ করেন। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে কাছে থাকা মোবাইল টাকা পয়সা সব নিয়ে চলে যায়। ছিনতাইকারীরা দেয়াল টপকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আহত ওই এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। এব্যাপারে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের দুপাশে প্রতিনিয়তই ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে।

কেএস 

Link copied!