Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কেন্দুয়ায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২২, ১১:৫৮ এএম


কেন্দুয়ায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কেন্দুয়ায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দিন ব্যাপী উপজেলা জাইকা হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কেন্দুয়া আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নন গ্রুপ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনায় অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) কৃষিবিদ সাধন কুমার গুহ মজুমদার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২০২২-২৩ অর্থ বছরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের উপপরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল।

প্রধান অতিথি সাধন কুমার গুহ মজুমদার তার বক্তব্যে বলেন, সরিষার তেল মানব দেহের জন্য খুবই উপকারী। বাজারে সোয়াবিন নামে যে তেল আমরা প্রতিনিয়ত খাচ্ছি তা সত্যিকার অর্থে সোয়াবিন তেল নয়। তিনি কৃষকদের কল্যানের জন্য মন দিয়ে সরিষার আবাদ করে ওই সরিষার তেল নিজেদের ব্যবহার করার আহবান জানান।

বিশেষ অতিথ কৃষিবিদ মোস্তফা কামাল বলেন, বিনে পয়সায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাদের পরামর্শ গ্রহণ করে তা কাজে লাগান। তিনিও সরিষা উৎপাদনে কৃষকদের উৎসাহ প্রদান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবীর বলেন, শুধু সরিষা নয়, সকল প্রকার শাক সবজী ও ফলমুলের চাষ করে নিজেরাও ভালো মানের সেবন করেন, বাজারজাতও করেন।

প্রশিক্ষণে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তারিক আজিজ বলেন, ভালো বীজে ভালো ফলন হয় এবং আবাদের পর কৃষকরা যদি সেই ফসলের ভালো যত্ন করেন, সময়মতো সার কীটনাশক প্রয়োগ করেন, তবেই সত্যিকারের ভালো ফলন হয়। তিনি প্রান্তিক কৃষকদের সরিষা আবাদে গুরুত্ব দেয়ার জন্য আন্তরিক ভাবে আহবান জানান।

এ কৃষক প্রশিক্ষণে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কেএস 

Link copied!