Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২২, ১২:৫৯ পিএম


সখীপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের সখীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, সরিষা, গম, ভুট্রা, শীতকালীন পেঁয়াজ, সূর্যমুখী, মসুর, খেসারী ও সবজি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি  বিতরণ করা হয়েছে।

এ সময় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদুর রহমান ও ইসমত আরা খাতুন প্রমুখ।

উপজেলার ৪ হাজার ৫৩০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। এবং ৫০ ভাগ ভর্তুকি মূল্যে কম্বাইন হারবভেস্টার ও পাওয়ার সিডার বিতরণ করা হয়।

কেএস 

Link copied!