Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মেয়ে-জামাইয়ের উপর অভিমান করে নারীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি

যশোর প্রতিনিধি

নভেম্বর ১৫, ২০২২, ০৩:৪২ পিএম


মেয়ে-জামাইয়ের উপর অভিমান করে নারীর আত্মহত্যা

যশোরের ঝিকরগাছায় আকলিমা খাতুন (৫৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার খাসখালী গ্রামের আবুল কালামের স্ত্রী। প্রাথমিকভাবে জানা যায় তিনি মেয়ে ও জামাইয়ের উপর অভিমান করে গলায় ফাঁস নিয়েছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ নভেম্বর) আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে নিহত আকলিমা খাতুনকে বাড়ির পাশে প্রতিবেশী ফজলু মোল্লার বাতাবি লেবুর সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এসময় তার  লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয় তারা৷

স্থানীয়রা জানায়, মৃত আকলিমা খাতুনের জামাই ইয়াছিন আরাফাত ও মেয়ে তানিয়া খাতুনের মধ্যে মনোদ্বন্দ চলছিল। দ্বন্দের কারণে তার মেয়ে স্বামীর বাড়ি থেকে পিতার বাড়ি চলে আসে এবং অবস্থান করে। হঠাৎ করেই গতকাল তার স্বামীর বাড়িতে স্বামীর সাথে চলে যায়। এসব বিষয় নিয়ে মেয়ে জামাইয়ের উপর অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে।

কেএস 

Link copied!