Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

নভেম্বর ১৬, ২০২২, ১২:০৬ পিএম


বিয়ে না করায় প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ে না করায় অনশন করার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক কিশোরী (১৭)।

বুধবার (১৬ নভেম্বর) ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে ওই কিশোরী বাদী হয়ে শামিমকে আসামি করে ভালুকা মডেল থানায় ধর্ষণ মামলা করেন।

অভিযুক্ত ব্যক্তি হলেন-উপজেলার জামিরদিয়া ডোবালিয়া পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মো. শামিম (২৫)।

জানা গেছে, প্রায় চার বছর আগে শামিমের সঙ্গে ভুক্তভোগী কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি ভুক্তভোগী কিশোরী বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শামিম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

এ অবস্থায় ভুক্তভোগী কিশোরী সোমবার (১৪ নভেম্বর) অভিযুক্ত ব্যক্তির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন। এসময় স্থানীয়রা থানায় সংবাদ দিলে একই দিন রাতে কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে  ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গণমাধ্যমেক বলেন, ভুক্তভোগী কিশোরী বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নিতেই প্রেমিক শামিম পালিয়ে যান। ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে শামিমকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এআই

Link copied!