Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাতিয়ায় কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

হাতিয়া প্রতিনিধি

হাতিয়া প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০২:০১ পিএম


হাতিয়ায় কীটনাশক পানে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া ধান ক্ষেতের পোকামাকড় দমনের কীটনাশক পানে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিহত কামাল উদ্দিন (৬৫) উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আদর্শ গ্রামের বাসিন্দা, মৃত সেরাজুল হকের ছেলে।

বুধবার (১৬ নভেম্বর )সকালে ময়নাতদন্তের জন্য নিহত কামাল উদ্দিন এর লাশ ,২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে গত ১৫ ই নভেম্বর মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আদর্শ গ্রামে এমন ঘটনা ঘটে।

নিঝুম দ্বীপ স্থানীয় সূত্রে জানা যায়, নিহত কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগতে ছিলেন।

পেট ব্যথায় অতিষ্ট হয়ে পরিবার অজান্তে তিনি নিজ ঘরে থাকা ধানক্ষেতে পোকামাকড় দমনের কীটনাশক পান করেন, এতে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে খুব দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে ভর্তি করানো হয়। নিহত কামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর বরণ করেন।

হাতিয়া থানার এসআই শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এআই

Link copied!