Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৩:৪২ পিএম


ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নওগাঁর ধামইরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (২৮) নামের একজন যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত মঙ্গোলিয়া নামক এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় ওই এলাকার মৃত কেরামত আলীর ছেলে মো. খোরশেদ আলী (৪৫) পাশের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, ঘটনার দিন সকালে নিহত শরিফুল ইসলামসহ আরো ৪-৫জন মিলে মঙ্গোলিয়া মাঠের মধ্যে একটি পুকুর থেকে মাছ নিয়ে বাজারে বিক্রয়ের উদ্দোশ্যে যাচ্ছিল। এমন্তবস্থায় অসাবধানতার বশত ওই পুকুরের পাড়ে একটি বৈদ্যুত্তিক মটরের তারের সহিত শরিফুল ইসলাম জড়িয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় খোরশেদ আলী (৪৫) নামের একজন ব্যক্তি আহত হলে তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, যেহেতু এটি একটি দুর্ঘটনা এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

কেএস 

Link copied!