Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙ্গামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৫:৪৬ পিএম


রাঙ্গামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

পার্বত্য অঞ্চলের ক্ষুদে বিজ্ঞানীয়দের উদ্ভাবনী প্রকল্প গুলো তুলে ধরে আরো নতুন প্রজন্মকে বিজ্ঞান বিষয়ে উৎসাহ বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

বুধবার (১৬ নভেম্বর) বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রাঙ্গামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে এক প্রেস ব্রিফিং এ তিনি এই আহবান জানান।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নাসরিন সুলতানা, রাঙ্গামাটি জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার, রিপোর্টাস ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক আগামী ২০ ও ২১ নভেম্বর রাঙ্গামাটি জেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা সফল করতে এবং জাতীয় ভাবে ডিজিটাল উদদ্ভাবনী মেলা উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগতিায় অংশগ্রহণের জন্য ব্যাপক প্রচার করতে সাংবাদিকদেও প্রতি অনুরোধ জানান।

কেএস 

Link copied!