Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৬:৩০ পিএম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা হাইওয়ে পুলিশের অভিযান

ঢাকা চট্টগ্রাম কুমিল্লা হাইওয়ে পুলিশ মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটোরিকশা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

চলতি বছরে হাইওয়ে পুলিশ কুমিল্লাপ্রায় ১২ বার হাজার নিষিদ্ধ থ্রি-হুইলার আটক করে প্রায় সাত কোটি টাকা জরিমানা করা হয়েছে। মহাসড়কে সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহাসড়ক সংলগ্ন ২৮২টি ফিডার রোডের মাথায় সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা কর্তৃক মহাসড়কে সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ লক্ষ ২০ হাজার সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং এই কার্যক্রম ধারাবাহিক ভাবে অব্যাহত আছে। এছাড়াও জন-সমাগমস্থলে সিএনজি ও থ্রি-হুইলার বিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন সার্ভিস লেন নাই। মহাসড়কে মিলেছে ছোট-বড় ২৮২টি ফিডার রোড। সকল সিএনজি পাম্প/স্টেশন মহাসড়কের উপরে প্রায় ১০০টি। এছাড়াও অসংখ্য হাট-বাজার শিক্ষা প্রতিষ্ঠান, বাস-স্টপেজ, হাসপাতাল ও শিল্প কারখানাসহ নানা সেবামূলক প্রতিষ্ঠানের অবস্থান হাইওয়ের উপরে। এসব স্থানে আসা-যাওয়াকারী বেশীর ভাগ মানুষেরই চলাচলের মাধ্যম থ্রি-হুইলার এমনকি রিকশা-ভ্যানও।

এ বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান মহাসড়কে সিএনজি অটোরিকশা ও থ্রি-হুইলারের বিরুদ্ধে আমাদের অভিযান জোরদার করা হয়েছে। তবে এ বিষয়ে সর্বোচ্চ সফলতার জন্য দরকার জনসচেতনতা ও স্বল্প দুরত্বে চলাচলের জন্য নিরাপদ গণপরিবহন। তবে বাস্তবতার নিরীখে অত্র মহাসড়কে স্বল্প গতির যান চলাচলের জন্য সার্ভিস লেন অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে।

কেএস 

Link copied!