Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ধরলা নদীতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২২, ০৮:০৯ পিএম


ধরলা নদীতে অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কেজি গাঁজা জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীতে অভিযান চালিয়ে ২৭ কজি গাঁজা উদ্ধার করেছে ফুলবাড়ী থানার পুলিশ। এসময় মাঝিদের নৌকা ও মাছ ধরা জাল জব্দ করেছেন তারা।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ৫টার সময় ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার সোনাই কাজী খেয়ার ঘাট এলাকায় থেকে মালামাল গুলো উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও নৌকার মালিক পালিয়ে যায়। তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভজ জানান, গোরুকমন্ডপ এলাকার মাদক ব্যবসায়ীরা নৌকা যোগে নদী পথে গাঁজা পার করার জন্য চষ্টা করছে । এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে নৌকাসহ ২৭ কজি গাঁজা আটক করা হয়েছে। নৌকার মালিকসহ ৮জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

কেএস 

Link copied!