Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বেনাপোলে সাড়ে ১৫ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২২, ১১:৩৩ এএম


বেনাপোলে সাড়ে ১৫ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত এলাকা থেকে (১৬ কেজি ৫১২ গ্রাম) ওজনের ১১২ পিচ স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন, কুমিল্লার দাউদকান্দি এলাকার মনু মিয়ার ছেলে ওমর ফারুক (২৭) ও চাঁদপুর জেলার মতলেব উওর থানার কালিপুর বাজার এলাকায় বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার (৩২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে পিক-আপ ভ্যানে করে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল হাইওয়ের আমড়াখালি চেকপোস্টে সন্দেহভাজন এক পিক-আপ ভ্যানের গতিরোধ করা হয়। এসময় সে পিক-আপ ভ্যানটি তল্লাশি চালিয়ে ১৬ কেজি ৫১২ গ্রাম ওজনের ১১২ পিচ স্বর্ণ উদ্ধার করা হয়। 
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি ৬৫ লাখ টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেএস 

Link copied!