Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

হরিণাকুন্ডুতে যুবকের লাশ উদ্ধার

কে এম সালেহ, ঝিনাইদহ

কে এম সালেহ, ঝিনাইদহ

নভেম্বর ১৭, ২০২২, ১১:৩৫ এএম


হরিণাকুন্ডুতে যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামের মেহগনী বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামে এক যুবকের লাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এই লাশটি উদ্ধার করা হয়। জসিম উদ্দীন একই গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে পার্শ্ববর্তী চারাতলা বাজারের উদ্দেশ্যে আসে জসিম তারপর আর ফিরে যায়নি। পরিবারের লোকজন রাতে অনেক খোজাখুজি করেও তাকে পায়নি, পরে বৃহস্পাতবার সকালে তার নিজ বাড়ির পিছনে মেহগনী বাগানে লাশ পড়ে থাকতে দেখে। লাশের গলায় আঘাতের চিন্হ রয়েছে। তিনি পেশায় আলম সাধু চালাক বলে জানাগেছে। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এখনো তা জানা যায়নি।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশসহ আমি ঘটনা স্থলে এসেছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে দ্রুতই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করা হবে বলে তিনি জানান।

কেএস 

Link copied!