Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ইজিবাইক চোর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

নভেম্বর ১৭, ২০২২, ০১:২৪ পিএম


ইজিবাইক চোর সিন্ডিকেটের ৬ সদস্য গ্রেপ্তার

চুরি হওয়া ইজিবাইক উদ্ধার অভিযান পরিচালনা করে চোর সিন্ডিকেটের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ। এ সময় ১টি ইজিবাইক উদ্ধার করা হয়।

মাগুরা জেলা পুলিশ তথ্যসূত্র জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মাগুরা জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ (পিপিএম)এর সার্বিক তত্ত্বাবধানে মাগুরা সদর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম সংগীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করা হয়।

চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার পরিচালার্থে মাগুরা জেলার বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান পরিচালনা করে উক্ত চোরাই ইজিবাইকটি উদ্ধার করেন এবং চুরির সাথে জড়িত ৬ জন সক্রিয় সদস্যকে আটক করেন।

১৬/১১/২০২২ এ চুরি সংক্রান্ত বিষয়ে মাগুরা সদর থানায় ৩৭৯-ধারা পেনাল কোডে মামলা রুজু করা হয়, মামলা নং-২৪।

কেএস 

Link copied!