Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

‘বেতন দাও, কারখানা খুলে দাও’

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

নভেম্বর ১৭, ২০২২, ০২:৩৯ পিএম


‘বেতন দাও, কারখানা খুলে দাও’

গত ৬ মাস খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। তাও বাকি এবং ধারদেনা করে কোনমতে ৬ মাস পার করেছি। এর আগে বেতনের টাকা দিয়ে সংসারের খরচ সামাল দিতে না পেরে এমনিতে বাকি ও ধারদেনা ছিল। বেতন পেলে কিছু  টাকা হলেও কর্জ শোধ করতে পারব। এ আশায় বুক বেঁধে ছিলাম। এরমধ্যে কারখানা মালিক কোন কিছু না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছেন এবং বকেয়া ছয় মাসের বেতন দেওয়ার কোন  কিছুই বলেননি। এখন পরিবার-পরিজন নিয়ে আত্মহত্যা করা ছাড়া আমাদের আর কোন পথ নেই। আবেগঘন অশ্রুসিক্ত কথাগুলো বলেন আমেনা বেগম নামে এক শ্রমিক।

গত পাঁচ মাস ধরে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চট্টগ্রামের দীপস অ্যাপারেলসের কারখানার শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল থেকে নগরীর শাহ আমানত সেতু সংলগ্ন বাকলিয়া থানার মেরিনার সড়কে পাশের এই কারখানার ৬ শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলিয়া নতুন ব্রিজ এলাকায় দীপস অ্যাপারেলসের দুটি কারখানা রয়েছে। সেখানে প্রায় ৬শ শ্রমিক কাজ করেন। কিন্তু হঠাৎ কারখানা দুটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর আগে প্রতিষ্ঠানটিতে শ্রমিকদের ৫ মাসের বেতন বকেয়া পড়ে। হঠাৎ কারখানা বন্ধের খবর জানাজানি হলে শাহ আমানত সেতু এলাকার মেরিনার সড়ক ও নতুন চাক্তাই সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি মো. সেলিম নেওয়াজ বলেন, দীপস অ্যাপারেলস নামের কারখানাটিতে বর্তমানে কোনো অর্ডার নেই বলে জানালেন কারখানা মালিক পক্ষের লোকজন। যে কারণে তারা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশের একটি টিম ঘটনাস্থলে আছে। আমরাও সমস্যাটি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

কেএস 

Link copied!