Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় ৯০০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২২, ০৪:৫৯ পিএম


ভালুকায় ৯০০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০০পিছ ইয়াবাসহ এস.এম মামুন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ভালুকা মডেল থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শফিকুল ইসলামের নির্দেশে এসআই (নিঃ) মো. আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

বুধবার (১৬নভেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মধ্যপাড়া জনৈক একরাম এর বাসার ভাড়াটিয়া কক্সবাজার জেলার টেকনাফ থানার কাইয়ুকখালিপাড়া (কেকেপাড়া) এলাকার মৃত ছব্বির আহম্মেদের ছেলে বর্তমানে একই উপজেলার আবুল কাশেমের পালক ছেলে মাদক ব্যবসায়ী এস.এম মামুনকে (৩৬) ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। পরে তাকে ভালুকা মডেল মাদক মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

এসএম

Link copied!