Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাগুরায় বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২২, ০৪:৫৪ পিএম


মাগুরায় বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা

‘যদি থাকে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ’-উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবার নৌকা মার্কায় ভোট দিন, এই শ্লোগান নিয়ে বঙ্গবন্ধু পরিষদ মাগুরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যক্ষ বশীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব অধ্যাপক কর্নেল (অব:) কাজী শরীফ উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

সভা শেষে জেলা শাখার নবগঠিত কমিটির সদস্যরা পরিচিত হন। এ অনুষ্ঠানে পরিষদের সদস্যবৃন্দ, সুধীজন উপস্থিত ছিলেন।

কেএস 
 

Link copied!