Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিজয় দিবস উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০২:২২ পিএম


বিজয় দিবস উপলক্ষে ত্রিশালে প্রস্তুতিমূলক সভা

ময়মনসিংহের ত্রিশালে মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের প্রয়াত রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ মাইন উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার , উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মোমেন, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদ খান ভোলা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এই সময় বক্তব্য রাখেন।

Link copied!