ফুলবাড়ী প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২, ০২:২৪ পিএম
ফুলবাড়ী প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২২, ০২:২৪ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রদান উপলক্ষ্যে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি এর ব্যবস্থাপনায় সোমবার দিনব্যাপী অনন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মেডিকেল ক্যাম্পেইনে দুই হাজার সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে চিকিৎসা সেবা ওষুধ প্রদান করেন।
এতে প্রধান অতিথি হিসেবে লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবিসহ উপ-অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী, অনন্তপুর বিওপির নায়েক সুবেদার অমলেন্দু বৌদ্ধ, লালমনিরহাট ব্যাটালিয়ান ১৫ বিজিবি`র হাবিলদার মহসিন আলী, অনন্তপুর বিওপির হাবিলদার দিলীপ কুমার, সাবেক ইউপি সদস্য আলিফ উদ্দিন সহ আরো অনেকে।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সীমান্তবর্তী জনসাধারণ বিজিবিকে অসংখ্য ধন্যবাদ জানান।