Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে পুনাক সভানেত্রীর উদ্যোগে

বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে নারী ব্যারাকে টিভি প্রদান

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০৪:০৮ পিএম


বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে নারী ব্যারাকে টিভি প্রদান

খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী রেহানা ফেরদৌসীর উদ্যােগে পুলিশ নারী কল্যাণ সমিতির জেলা নারী পুলিশের সদস্যদের বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখা নিশ্চিত করতে নারী ব্যারাকে ৪৩" টিভি প্রদান করেন। 
 
সোমবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে  খাগড়াছড়ি জেলা পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা নারী পুলিশের সদস্যদের বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখা নিশ্চিত করতে নারী ব্যারাকে  ৪৩" টিভি প্রদান করা হয়

পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম।

এসময় খাগড়াছড়ি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর কর্মকর্তা সহ নারী পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার  মোঃ নাইমুল হক পিপিএম বলেন, পুনাক সভানেত্রীকে তাদের এ ধরনের প্রশংসনীয় কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী বক্তব্যে বলেন, পুনাক সবসময় নারীদের কল্যাণে কাজ করে যাবে। জেলা পুলিশের সহায়তা নিয়ে পুরো খাগড়াছড়ি জেলায় তাদের এ ধরনের কর্মকাণ্ড বিস্তৃত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

Link copied!