Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতা সহ ১০ জন রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০৪:৪২ পিএম


পুলিশের সঙ্গে সংঘর্ষ: বিএনপি নেতা সহ ১০ জন রিমান্ডে

মুন্সীগঞ্জে জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন সহ ১০ নেতাকর্মীকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

জেলা শহরের মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার মামলায় তাদের বিরুদ্ধে এ আদেশ দেন আদালত।

সোমবার মুন্সীগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলায় সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

দুপুর সাড়ে ১২টার দিকে শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল হোসেন আমার সংবাদকে জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ মুক্তারপুরের পুরনো ফেরিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত হন অন্তত ৫০ জন।

এ ঘটনায় গুরুতর আহত যুবদলকর্মী শাওন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার পরের দিন মারা যান। এ হামলার ঘটনায় সহস্রাধিকের অধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করে দুটি মামলা দায়ের করা হয়।

Link copied!