Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পানছড়িতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২২, ০৬:৫৭ পিএম


পানছড়িতে দেশীয় অস্ত্রসহ যুবক আটক

খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকা পানছড়িতে ৩নং ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল ও অব্যবহৃত (কার্তুজ) দুই রাউন্ড গুলিসহ মো: আরিফ হোসেন (৩২) নামক এক যুবক কে আটক করেছে সেনাবাহিনী ও পানছড়ি থানা পুলিশ যৌথ অভিযানে। আটককৃত ব্যক্তি পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মো: বেলাল হোসেনের সন্তান।

জানা যায়, সোমবার (২১ নভেম্বর) সকাল সাতটার দিকে পানছড়ি সাব এর সেনাবাহিনীর ও পানছড়ি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর গ্রামে অবস্থান নিয়ে আটককৃত ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র এল.জি পিস্তল একটি  ও দুই রাউন্ড (অব্যবহৃত) গুলিসহ আটক করতে সক্ষম হয়। আসামিকে পানছড়ি থানায় হস্তান্তর করে হয়েছে জানান সাব জোন কমান্ডার।

পানছড়ি থানা অফিসার ইনচার্জ আনচারুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যাপারে পানছড়ি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কেএস 

Link copied!